পাহারাদার অভিষেক, সতর্ক করলেন দলীয় নেতৃত্বকে

পূর্ব মেদিনীপুরের কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর সভাকে ঘিরে কাল ঘাম ছুটেছিল স্থানীয় নেতৃত্বদের। ফের কাকে তার রোষানলে পড়তে হয় তা নিয়ে চিন্তিত ছিলেন সকলেই। তবে সভা মঞ্চে শান্ত থাকলেন অভিষেক। শুধুমাত্র সতর্ক করে দিলেন স্থানীয় নেতৃত্বদের। গোষ্ঠী কোন্দলে জর্জরিত কেশপুরে শনিবার জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার সতর্ক করলেন দলের নেতাদের। পরিষ্কারভাবে জানিয়ে দিলেন দলে কোন গোষ্ঠীকোন্দল নেই তবে ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ব্যবহার করে দু চারজন নেতা নেত্রীর রেষারেষিতে যদি দল দুর্বল হয় তাহলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। সময় থাকতে না শোধরালে এমন ওষুধ প্রয়োগ করা হবে যেখানে শোধরানোর সময় পাওয়া যাবে না। পাশাপাশি পরিষ্কার করে দিলেন কারা টিকিট পাবে আর কারা টিকিট পাবেন না। অভিষেকের কথায়, ‘দাদা দিদিদের ধরে টিকিট পাওয়া যাবে না, যারা মানুষের জন্য কাজ করেছে মানুষ তাদের সার্টিফিকেট দিলেই টিকিট মিলবে’। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম চূড়ান্ত করবেন, কিন্তু তিনিও নজর রাখছেন। এমনকি তার নজর থেকে বাদ যায়নি দলের নিচু তলার কর্মীরাও একথাও মনে করিয়ে দিলেন অভিষেক। কেশপুরের প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ” কেশপুরে যারা রাজনীতি করছেন তারা সকলেই জানেন কে কোন দল করছেন। কে মানুষের পাশে ছিল আর কে ছিল না। কেউ যদি ভেবে থাকেন মানুষকে বিভ্রান্ত করবেন, জামা পাল্টে তৃণমূলের চোখে ধুলো দেবেন, নিজের স্বার্থ চরিতার্থ করতে যা ইচ্ছা তাই করবেন। মনে রাখবেন, অদৃশ্য চোখ সবার উপর ঘুরে বেড়াচ্ছে। সবাইকে সচেতন করে দিয়ে যাচ্ছি। পাহারাদারির দায়িত্বে আমি।”