বিজেপি থেকে জেতা বিধায়ক সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগ

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। সকলের অগোচরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদানপর্ব সম্পন্ন করেছেন। অভিষেক নিজেই তাঁর গলায় পরিয়ে দিয়েছেন তৃণমূলের মা মাটি মানুষ লেখা উত্তরীয়। কিন্তু সুমন কাঞ্জিলালের যোগদানের সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ার তৃণমূলে জেলা জুড়েই অসন্তোষ দানা বেঁধেছে। জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার সঙ্গে তৃণমূলে গেলেও ঘাসফুলের অধিকাংশ নেতাকর্মী বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন না। দলীয় সূত্রের খবর, শীর্ষ নেতাদের কেউ-কেউ বিষয়টি জানলেও স্বাভাবিক কারণেই যোগদানের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে রবিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হতেই এখন তৃণমূলে ক্ষোভ সামনে এসেছে। কেউ সেভাবে প্রকাশ্যে কিছু এখনও না বললেও যাকে হারিয়ে সুমন ২০২১ সালে বিজেপির বিধায়ক হয়েছিলেন সেই সৌরভ চক্রবর্তীর বোন তথা তৃণমূলে সক্রিয় কর্মী শর্মিষ্ঠা চক্রবর্তী এই যোগদানে খোলাখুলিই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাটি কামড়ে ধরে আমাদের লড়াইগুলোর আর কোনও মূল্যই আর থাকল না। দুঃখজনক ।’ জেলার রাজনীতিতে সুমন কাঞ্জিলাল ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী একসময়ের সতীর্থ। দুজনেরই উত্থান ছাত্র রাজনীতি থেকে। যদিও সৌরভ কংগ্রেস থেকে তৃণমূলে গেলেও সুমন অনেকদিন পর গত বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে। সৌরভকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়কও হন। এবার সুমন তৃণমূলে যাওয়ায় সৌরভ চক্রবর্তী দলে কোনঠাসা হয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ নানা বিষয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে আলিপুরদুয়ার তৃণমূলের বর্তমান সভাপতি প্রকাশ চিকবড়াইকের বনিবনা হচ্ছিল না। সম্প্রতি বেশ কিছু কর্মসূচিতে সৌরভকে দেখাও যায়নি। এতে এই জল্পনা আরও জোরদার হয়। অনেকেই এখন মনে করছেন বিধায়ক হওয়ার দৌলতে জেলার রাজনীতিতে অন্য অনেকের থেকে খানিকটা এগিয়েই থাকবেন সুমন। ফলে পঞ্চায়েতর আগে অস্তিত্বের সংকট তৈরি হতে পারে পুরোনোদের।