আদানি ইস্যু নিয়ে ফের সরব কংগ্রেস(Congress)। এবার সংসদের বাইরেও আদানির শেয়ারের পতন ও তার জেরে সাধারণ মধ্যবিত্ত শ্রেণির উপরে যে প্রভাব পড়ছে, তা নিয়েই বিক্ষোভে নামছে বিরোধী দল। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হতেই ডুবেছে আদানির শেয়ার (Adani-Hindenburg Report Controversy)। প্রশ্নের মুখে পড়েছে এলআইসি, এসবিআই-র মতো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিও। বাজেট অধিবেশন (Budget Session) শুরু হতেই আদানি ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এবার আদানি ইস্যু নিয়েই পথেও নামছে কংগ্রেস। আজ, সোমবার দেশজুড়ে এলআইসি (LIC) ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) অফিসের বাইরে বিক্ষোভ দেখাবে কংগ্রেস কর্মীরা। সংসদ ভবন থেকে শুরু হবে এই বিক্ষোভ কর্মসূচি।
