প্রবীণদের জন্য নতুন প্রকল্প মধ্যপ্রদেশে, ঘোষণা করলেন শিবরাজ সিং চৌহান

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার তীর্থযাত্রীদের কথা ভেবে করলেন নতুন ঘোষণা। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল যোগ দিয়েছিলেন সন্ত রবিদাসের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। আর সেখান থেকে তিনি ঘোষণা করেন নতুন প্রকল্পের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে প্রবীণ নাগরিকরা বিমানে করে বিভিন্ন তীর্থ ভ্রমণে যেতে পারবেন। তবে তীর্থক্ষেত্রগুলির মধ্যে অবশ্যই থাকছে সন্ত রবিদাসের জন্মস্থান। সূত্রের খবর, এই প্রকল্পে ন্যূনতম ৬০ বছর বয়স্ক প্রবীণ নাগরিকেরা অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে সরকারি তালিকাভুক্ত তীর্থক্ষেত্রে বিনা খরচেই প্রবীণ নাগরিকরা যেতে পারবেন। স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে প্রবীণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগে থেকেই ভোটব্যাঙ্ক বুঝাতে শুরু করে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।