শুভেন্দু অধিকারীর হয়ে ক্ষমা চাইলেন মমতা

সপ্তাহের প্রথম দিনেই রাজ্যপালের ভাষণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হল। সকলকে চমকে দিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপির হয়ে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই শুভেন্দুর সাসপেনশন মোশন প্রত্যাহার করে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন তিনি। রাজনৈতিক মহলের একটা বড় অংশের মতে, এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, সোমবার বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “রাজ্যপালের বক্তব্যের কোনও সত্যতা নেই”। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,”রাজ্যপালের কোন সমস্যা থাকলে তিনি সেটা আমাদের বলতে পারতেন”। স্পিকারের সেই মন্তব্যকে তোয়াক্কা না করেই আরও সুর চরান শুভেন্দু অধিকারী। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিরোধী দলনেতার এই ব্যবহার দুর্ভাগ্যজনক। এমনটাই মন্তব্য করেন অধ্যক্ষ। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়। অথচ এই পুরো ঘটনার জন্য সকলকে অবাক করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।