ভেন্টিলেটর, চিকিৎসা সামগ্রী নিয়ে তুরস্কে নামল ভারতের সপ্তম বিমান

ভেন্টিলেটর, চিকিৎসা সামগ্রী নিয়ে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে (Turkey) পৌঁছোল ভারতীয় বায়ুসেনার সপ্তম বিমান। ‘অপারেশন দোস্ত’-এর অধীনে রবিবার সকালে তুরস্কে অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার সি ১৭ গ্লোবমাস্টার। বিমানে রয়েছে ১৩ টন চিকিৎসা সামগ্রী, ২৪ টন অন্যান্য ত্রাণসামগ্রী। তার মধ্যে রয়েছে ভেন্টিলেশন যন্ত্র, অ্যানাস্থেশিয়া যন্ত্র। আদানা বিমানবন্দরে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন ভারতীয় রাষ্ট্রদূত বীরেন্দ্র পল এবং ভারতীয় বায়ুসেনার আধিকারিকেরা। তুরস্কের ইসকেনডেরানের ৬০টি অস্থায়ী হাসপাতালে এ সব চিকিৎসার সরঞ্জাম ব্যবহার করা হবে। তুরস্কে ভূমিকম্পের পরে প্রথম ত্রাণসামগ্রী পাঠায় ভারত। সেখানে উদ্ধার এবং চিকিৎসার কাজে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনী। খোলা হয় অস্থায়ী শিবির। ভারতীয় সেনার হাসপাতালে প্রতিদিন ৪০০ জনের চিকিৎসা চলছে বলে বলে খবর।