বাংলায় যাঁরা বিএসএফের দিকে আঙুল তুলছেন, তাঁরা দেশবিরোধী এবং দেশের শত্রু’, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘তৃণমূলের যে সমস্ত নেতা বিএসএফের কাজকর্মের সমালোচনা করছেন, তাঁরা আসলে দেশ এবং দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে সম্মান করেন না। তাঁরা ভুলে গিয়েছেন, বিএসএফ জওয়ানরা দেশের সীমানায় দাঁড়িয়ে পাহারা দেন বলেই তৃণমূলের নেতারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন।’ ১৯ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস নিশীথের কোচবিহারের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। কোচবিহারের জনগণ এবং রাজবংশীরা সঠিক সময়ে এর জবাব দেবেন।’ চলতি সপ্তাহে বেশ কয়েকবার কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজবংশী যুবক প্রেম বর্মনের মৃত্যু প্রসঙ্গে মাথাভাঙ্গার সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার ডেপুটি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। রাজবংশী যুবকের মৃত্যুর জবাবদিহি চাওয়ার জন্য ১৯ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার ডাক দেন তিনি। এই প্রসঙ্গে নিশীথের বক্তব্য, ‘আমার বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন। যদি আপনার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ক্ষমতা থাকে, যদি বুকের পাটা থাকে তবে আপনি আসুন, দিল্লিতে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে দেখান। তবে বুঝব নেতা হিসেবে আপনার ম্যাচিওরিটি এসেছে। মানুষের মন জয় করতে না পেরে, প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
