পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ, বৃহস্পতিবার পূর্ব মেদনীপুরের সফর সেরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই চিকিৎসকদের উদ্দেশ্যে একাধিক নির্দেশ দিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন,’পুরুলিয়ার মেডিকেল থেকে ডাক্তারদের যেতে হবে গ্রামে গ্রামে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে নিতে এই উদ্যোগ। পিজির চিকিৎসকেরা ইতিমধ্যেই ঝাড়গ্রাম, কেশিয়াড়ি এবং সুন্দরবনে গিয়েছিলেন। এবার আপনাদেরও যেতে হবে। সপ্তাহে তিন দিন গেলেই সেখানকার মানুষদের আর আসতে হবে না হাসপাতালে’। এদিনের এই মঞ্চ থেকেই দিদির দূত-দেরও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’কোথাও গিয়ে যদি সমস্যায় পড়ছেন তাহলে সে কথা আমাকে জানান। অবিলম্বে সমস্ত সমস্যার সমাধান করা হবে। আর যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভাববো। সময় লাগলেও সমাধান ঠিক হয়ে যাবে’।
