প্রাক্তন ডিজিকে রাজ্যের নয়া তথ্য কমিশনার করা হল

রাজ্যের নতুন তথ্য কমিশনার করা হল পুলিশের প্রাক্তন ডিজি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তার দায়িত্ব সামলানো বীরেন্দ্রকে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অবশ্য হাজির হননি। রাজ্যের নয়া তথ্য কমিশনার হতে আবেদন জানিয়েছিলেন ১৫ প্রাক্তন আমলা ও পুলিশ কর্তা। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা, আলাপন বন্দ্যোপাধ্যায়। বয়সের কারণে চার জনের আবেদন বাতিল করে দেওয়া হয়। বাকি ১১ আবেদনকারীর মধ্য থেকে নতুন তথ্য কমিশনার বেছে নিতে তিন জনের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা থেকে চূড়ান্ত নাম বেছে নিতে এদিন বাজেট পেশের আগে দুপুর একটায় বিধানসভায় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে হাজির থাকার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব। যদিও তথ্য কমিশনার পদে কাদের নাম নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি বলে অজুহাত তুলে বৈঠক এড়িয়ে যান বিরোধি দলনেতা। বৈঠকে নয়া তথ্য কমিশনার হিসেবে বেছে নেওয়া হয় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে। নয়া তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্যপালের অনুমোদন চেয়ে শিগগিরই চিঠি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।