মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে শিশুর নামকরণের আর্জি মায়ের, কী নাম রাখলেন মমতা?

মায়ের আবদারে সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মেদিনীপুর সফরে গিয়ে যথারীতি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্কুলের পড়ুয়াদের সঙ্গে। সেই সময় একটি শিশুকে কোলে তুলে নেন মমতা। পাশেই ছিলেন শিশুটির মা। মমতা শিশুটিকে কোলে নিয়ে আদর করতেই শিশুটির মা মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন, শিশুটির নামকরণ করে দেওয়ার জন্য। আবদার রেখেছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে মমতা শিশুটির নাম রেখেছেন সবুজশ্রী। রাজ্য সরকারের একটি প্রকল্পও রয়েছে এই নামে। চটজলদি সেই প্রকল্পের নামেই নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। এতে খুশি ওই শিশুটির মা। নামকরণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আলাদা আগ্রহ রয়েছে বলেই প্রশাসনিক অলিন্দের খবর। বিভিন্ন সরকারি প্রকল্পের নাম মমতা নিজেই ঠিক করে দিয়েছেন। রাজ্য সরকারের একাধিক ভবনের নামও মুখ্যমন্ত্রীর ঠিক করা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একসময় চিতাবাঘের ছানাদের নামকরণও করেছিলেন মুখ্যমন্ত্রী।