“যেসব স্কুলে পড়ুয়া কম,সেখানে শিক্ষক পুষে লাভ কি?” প্রশ্ন বিচারপতির

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষক বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে পড়ুয়াহীন স্কুলের অনুমোদন বাতিল নিয়ে সরব হন বিচারপতি। স্কুল আছে পড়ুয়া আছে, কিন্তু শিক্ষক নেই, এমন ছবি যেমন দেখা যায়, ঠিক তেমনই রাজ্যের কিছু স্কুলে উল্টো ছবিটাও স্পষ্ট। হাতেগোনা কয়েকজন পড়ুয়াকে নিয়ে চলে স্কুল। সেখানে প্রয়োজনের তুলনায় শিক্ষক-শিক্ষিকাও বেশি! শুক্রবার শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিত্‍ বসু সেইসব স্কুলের অনুমোদন প্রত্যাহারের পরামর্শ দিলেন রাজ্যের শিক্ষা দফতরকে। এদিন বিচারপতি বসুর পর্যবেক্ষণ, যেসব স্কুলে কম পড়ুয়া রয়েছে,সেখানে অযথা শিক্ষক পুষে লাভ নেই’। শিক্ষক বদলি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এর আগেও স্কুলে ছাত্র, শিক্ষকের অনুপাত নিয়ে বিস্ময়  প্রকাশ করেছিলেন বিচারপতি বসু। বিচারপতি বলেছিলেন, প্রয়োজনে বদলি নীতিতে বদল আনা হোক।’ স্কুল শিক্ষা দফতরকে বিচারপতির  পরামর্শ, -‘ রাজ্যের যে স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম, তার অনুমোদন প্রত্যাহার করুন’।  হাওড়ার রসপুর স্কুলে নিরাপত্তা কর্মী দিতে নির্দেশ দিল আদালত।  এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, -‘ ছাত্রীদের নিরাপত্তা সবার আগে’। হাওড়ার কমিশনারকে আদালতের নির্দেশ, সিভিক ভলান্টিয়ার দিয়ে ওই স্কুলের নিরাপত্তা দিতে।