বাংলার মুকুটে জুড়ল আরও একটি পালক, পুরস্কার পেল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প

বাংলার মুকুটে এবার আরও একটি নয়া পালক। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে বাংলা পেল তিনটি পুরস্কার। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের জন্য পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। জানা যাচ্ছে, পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমাজিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে বাংলাকে। বাংলার ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পে ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে এই পুরস্কার মিলল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র।