আমি গুপি গাইন, বাঘা বাইন নই’, আচমকা কী বললেন মমতা?

দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে টানাপোড়েন চলার পর সাম্প্রতিক বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ৩% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু কমেনি। বরং বলা যায় আগুনে ঘি পড়েছে। কার্যত ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই প্রসঙ্গে এদিন বাঁকুড়া থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কার্যত ডিএ প্রসঙ্গে তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন, “বাঁকুড়া গর্ব করার কত জায়গা। কত পর্যটন কেন্দ্র আছে। আগামী দিনে অনেক কিছু হবে। আমি তো ম্যাজিশিয়ান নই। আমি গুপি গাইন, বাঘা বাইন নই। আমাকেও টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি।” একইসাথে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি সামনে এনে ব্যাপকভাবে সরব হয়েছেন। তিনি বলেন, “দিল্লির সরকার খাদ্য এর টাকা দিচ্ছে না। খাদ্য বিদেশে পাঠাতে হবে। গরিব মানুষকে দেবে না। বলছে আবাসের টাকা দেবে না। আমাদের টাকা আমাদের দিচ্ছে না। বলছে ওদের ভাতে মেরে দাও। এত সস্তা নয়, বাংলার মানুষ ভিক্ষা চায় না। মাথা উঁচু করে বাঁচতে চায়।” ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এই বার্তা আন্দোলনরত সরকারি কর্মচারীদের মনোভাবে কোন বদল আনতে পারে কিনা, সেটাই দেখার।