মাঝরাতে নোটিশ, গুগল থেকে ছাঁটাই ভারতের ৪৫৩ জন কর্মী

গুগলের ভারতীয় কর্মচারীদের ওপর নেমে এলো ছাঁটাইয়ের খাঁড়া। জানা গিয়েছে, ভারতের ৪৫৩ জন গুগল (Google) কর্মীর চাকরি গেল এবার। উল্লেখ্য, গত জানুয়ারিতে গুগলের সিইও সুন্দর পিচাই ইমেইল করে কর্মীদের জানিয়ে দিয়েছিলেন, তাঁদের মোট কর্মীর ৬% অর্থাৎ কমপক্ষে ১২ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে। আর সেই ঘোষণাই যে এবার ফলপ্রসূ হতে শুরু করেছে, তা বোঝাই যাচ্ছে। বৃহস্পতিবার রাতের দিকে যেসব কর্মীদের ছাঁটাই করা হল, তাঁদের বিষয়টি ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত শুধু গুগল নয়, ইতিমধ্যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলি তাঁদের কর্মী ছাঁটাই চালাচ্ছে নিয়মিতভাবে। প্রসঙ্গত, বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে আর্থিক মন্দা। আর সেই মন্দা সামলাতে একের পর এক বড় কোম্পানি ঘোষণা করছে গণছাঁটাইয়ের। একের পর এক কোম্পানি এভাবে গণহারে ছাঁটাই শুরু করায় বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছেন কর্মীরা। পাশাপাশি বাড়ছে উদ্বেগ।