আর্জেন্টিনা (Argentina) -মিশরকে তেজস দেবে ভারত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) তেজস কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে ওই দুই দেশ। এবিষয়ে ভারতের সঙ্গে দুই দেশের আলোচনা চলছে। মিশরের ২০টি ও আর্জেন্টিনার ১৫টি যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে। সেকারণে তারা তুলনায় হালকা যুদ্ধবিমান তেজসের প্রতি আগ্রহ দেখিয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) চেয়ারম্যান সিবি অনন্তকৃষ্ণান মঙ্গলবার বলেছেন, ‘তেজস বিমানের সম্ভাব্য সরবরাহের জন্য মিশর এবং আর্জেন্টিনার সঙ্গে ভারতের আলোচনা চলছে।’ এরো ইন্ডিয়া ২০২৩-এর ফাঁকে তিনি একথা বলেন। এছাড়া দেশীয়ভাবে তৈরি যুদ্ধবিমান তেজস নিয়ে আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্স।
