সোমবার রাজ্য বিধানসভায় পাশ হলো বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। এদিন বিধানসভায় দেখা গেল বিজেপির অন্দরে দুই মত। একদিকে যখন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা উত্তরবঙ্গ ভাগের কথা সরাসরি না বললেও বিষয়টি নিয়ে গণভোট চেয়েছেন অধিবেশনের অন্দরেই। ঠিক তখনই রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘পশ্চিমবঙ্গ এক। শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। ভারত এক। শ্রেষ্ঠ ভারত’। উল্লেখ্য, একটা সময় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জনবার্লা থেকে শুরু করে উত্তরের একাধিক বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল বঙ্গভঙ্গের ডাক। এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একবার পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন। যদিও বিরোধী দলনেতা এদিন সাফ জানিয়ে দিলেন বঙ্গভঙ্গ হবেনা। বঙ্গভঙ্গ চায়না বিজেপি।
