২৩শে বনধ পাহাড়ে, তবে পরীক্ষায় ছাড় বিনয়ের

২৩ ফেব্রুয়ারি পাহাড় বনধ নিয়ে কোনও পিকেটিং করা হবে না। রাস্তায় থাকবেন না কোনও দলের সমর্থকরাও। এদিন দার্জিলিংয়ে এমনটাই জানিয়ে দিলেন বিনয় তামাং। তিনি জানান, কোনও রাজনৈতিক দলের তরফে এই বনধ ডাকা হয়নি। বরং জিটিএর নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশ পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব পেশের প্রতিবাদে পাহাড়ের সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। যারা গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেন তাঁরা ঘরে থাকবেন। আর যারা এর বিরোধী তারা বাইরে বের হবেন। তবে বিনয় স্পষ্ট করে দিয়েছেন ওই দিন মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষা প্রক্রিয়ায় কেউ কোনও বাধা দেবে না। পরীক্ষার্থীরা স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তরাও স্বাভাবিকভাবেই কাজ করবেন। বিনয় জানান, মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিকে তিনি তাঁদের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। পাহাড়ে বনধের ডাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অনীত থাপার প্রতিক্রিয়াকে তাঁদের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করে বিনয় জানান, তাঁরা পাহাড়ের মানুষের দাবিকে তুলে ধরেছেন মাত্র।