পঞ্চায়েত ভোটের আগে বালুরঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু। শিবরাত্রির দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সমীর পাহান (৪০)। তিনি বালুরঘাট(Balurghat) ব্লকের ভাটপাড়া অঞ্চলের ৭৫ নম্বর কলাইবাড়ি বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন। শিবরাত্রির দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিন বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সমীরকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
