মাত্র তিন মাসের ব্যবধান। আর তাতেই বদলে গেল চালচিত্র। আগামী ১ মার্চ চেন্নাইতে ডিএমকে চিফ ও তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ৭০ তম জন্মতিথি উদযাপনে ডাক পেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ঘাসফুল শিবিরের শীর্ষ স্থানীয় নেতারা। ‘রাজনৈতিক ব্যস্ততা’র অজুহাতে এ নিয়ে মন্তব্য করতে বিরত থাকছেন তারা। গোটা বিষয় নিয়ে এদিকে ক্রমশ অগ্নিগর্ভ বিরোধী ফ্রন্ট, মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে বিরোধী শিবির সূত্রে। অথচ তিন মাস আগের চিত্রটি ছিল সম্পূর্ণ পৃথক।সে সময়, গত বছর ২ নভেম্বর বাংলার তৎকালীন রাজ্যপাল লা গনেশনের সাদর আমন্ত্রণে চেন্নাইতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ নভেম্বর রাজ্যপালের ঘরোয়া অনুষ্ঠানে যোগদান করেন তিনি। মমতার ঝটিকাসফরে সাক্ষাৎ সম্পন্ন হয় দক্ষিণের বেশ কয়েক নেতার সঙ্গে, ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন ছিলেন তাঁর অন্যতম। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু-উভয় রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী একত্রে সাংবাদিক সম্মেলনও করেন। এর আগেও, দাক্ষিণাত্যের প্রবাদপ্রতিম নেতা এম করুণানিধির জন্মবার্ষিকী পালনে চেন্নাই পাড়ি দিয়েছেন মমতা, করুণানিধি ও তাঁর পরিবারের সঙ্গে তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠতার কথা সর্বজনবিদিত। কিন্তু কী এমন হল, যে ডিএমকে সুপ্রিমোর জন্মদিনে আমন্ত্রিত বিশেষ অতিথি অভ্যাগতদের তালিকা থেকে বাদ পড়লেন মুখ্যমন্ত্রী?
