‘পরীক্ষা খারাপ হলে দেখে নেব’, মাধ্যমিক শুরুর দিন পরীক্ষার্থীদের এভাবেই আশ্বস্ত করলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার উত্তরকন্যা থেকে বেরোনোর সময় তিনি বলেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাইমাদ্রাসা, ফাজিল, সিবিএসই, আইসিএসই-র সমস্ত পরীক্ষার্থীর জন্য শুভেচ্ছা রইল। তারা ভালো করে এগোক, ভালো মতো পরীক্ষা দিক। মন খারাপ করার কোনও কারণ নেই। সব পরীক্ষাই যে ভালো হবে তার মানে নেই। কোনও পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয় এবং সেটি যদি জানতে পারি, তবে আমরা বিষয়টি দেখে নেব। কারণ আমি বাচ্চাদের ভালোবাসি।’ জলপাইগুড়ির গজলডোবায় বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘আমি জলপাইগুড়ির জেলাশাসক ও গৌতম দেবকে ওই ছাত্রের বাড়িতে পাঠিয়েছি। আমি এই ঘটনায় মর্মাহত।’ বৃহস্পতিবার থেকে শুরু হল ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ এবং ছাত্রী ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪০ হাজার পরীক্ষক এবং ৩৫ হাজারের বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
