প্রতিরক্ষায় বড় পদক্ষেপ, সাবমেরিন চুক্তি সই করতে ভারতে আসছেন জার্মান চ্যান্সেলর

জার্মান ও ভারত যৌথভাবে সাবমেরিন বানাতে চলেছে। সেই চুক্তি সই করতে ভারতে আসতে চলেছেন জার্মান চ্যান্সেলর (Chancellor of Germany) । আনুমানিক ৫.২ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে সূত্রের খবর। এই চুক্তি হলে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ১৮টি সাবমেরিন রয়েছে। সেগুলোর মধ্যে ১১টিই প্রথাগত। তা পরিবর্তনের সময় এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের কাছে ২টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। আটলান্টিক মহাসাগরে চিনের বাড়বাড়ন্ত রুখতে নতুন সাবমেরিনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই জার্মানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ভারত।