‘বিজেপি চাইলে তৃণমূলের মন্ত্রী-পুলিশকে গাছে বেঁধে রাখতে পারে’, ফের বেলাগাম দিলীপ

‘তৃণমূল ছ্যাঁচড়া, ছোটলোকের রাজনীতি করে, বিজেপি করে না’, ঠিক এই ভাষাতেই বানারহাটে রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বানারহাট বাজারে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, নিজেদের চুরি ঢাকতে ও মানুষকে বোকা বানাতে এমএলএ, এমপিদের বাড়ি ঘেরাও করে। এগুলি সস্তার রাজনীতি। বিজেপি এধরনের রাজনীতি করে না। তিনি বলেন, ‘বিজেপির কর্মী রয়েছে। বিজেপি যদি চায় তাহলে তৃণমূলের মন্ত্রী এবং পুলিশকে গাছে বেঁধে রাখতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা বিডিও অফিস থেকে লুঠ হয়ে যাচ্ছে। একশো দিনের টাকা, কেন্দ্রীয় আবাস যোজনার টাকা তৃণমূলের নেতারা বিডিও’র সঙ্গে হাত মিলিয়ে এইসব কাজ করে যাচ্ছে। এই জন্য বিজেপি বিভিন্ন বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল।’ শনিবার এলআরপি মোড় থেকে হেঁটে জনসংযোগ করেন দীলিপ ঘোষ। চামুর্চি মোড় এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন।