বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishit Pramanik) গাড়ির উপর হামলা, গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বুড়িরহাট এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় কাল পতাকা হাতে পথ আটকায় তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরই প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে বোমাবাজি পাশাপাশি এমনকি গুলিও চালিয়েছে তৃণমূল কর্মীরা। শুধু তাই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় নিশীথের গাড়ি। ঘটনাস্থলে নামানো হয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। এরপরেই দেখা যায় রাজ্য পুলিশ ও সিআইএসএফের মধ্যে তর্কাতর্কি। বর্তমানে এলাকা যথেষ্টই থমথমে রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
