সীমান্তে সব সময় কড়া প্রহরা বজায় রাখে বিএসএফ (Border Security Force)। আর এবার প্রহরা চলাকালীন বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণের অভিযোগ সীমান্তে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত 35 নম্বর ব্যাটেলিয়ানের নির্মলচর সীমা চৌকি এলাকায়। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, সীমান্তে যখন বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎই ওপার সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীদের একটি দল জিরো লাইনের এপারে এসে স্থানীয় কৃষকদের ফসল লুট করার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ জওয়ানরা। তখনই দুষ্কৃতীরা হামলা চালায় জওয়ানদের ওপর। এমনকি জওয়ানদের মারধরের পাশাপাশি কেড়ে নেওয়া হয় তাঁদের আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় দুই সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তে খবর দেওয়া হয়েছে এবং তাঁদের বলা হয়েছে যেন ফ্ল্যাগ মিটিংয়ে জওয়ানদের লুট হওয়া অস্ত্র ফেরানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবশ্য জানা যায়নি। তবে বিএসএফের তরফ থেকে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
