আজ সিবিআই কোর্টে উঠবেন মনীশ সিসোদিয়া, চিন্তা বাড়ছে আপের

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (Manish Sisodia) গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। আর তাই নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। রবিবার সন্ধ্যাবেলা দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অন্যতম নেতা মনীশ সিসোদিয়াকে প্রায় ৮ ঘণ্টা জেরার পর আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে, মনীশ সিসোদিয়া দিল্লির সিবিআই হেডকোয়ার্টারেই রাত কাটিয়েছেন। আজ সকালে মনীশ সিসোদিয়াকে সিবিআই কোর্টে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে তার আগে শারীরিক পরীক্ষা হবে তাঁর বলে সূত্রের খবর। মনীশ সিসোদিয়া গ্রেপ্তারের পর ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন মনীশ সিসোদিয়া। মানুষ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপাতত, আজ সিবিআই কোর্টে মনীশ সিসোদিয়ার জন্য কোন রায় অপেক্ষা করছে সেটাই দেখার। একইসাথে দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ায় চিন্তা বাড়ছে আপের বলে মনে করা হচ্ছে।