সকাল থেকে শুরু হয়ে গিয়েছে সাগরদিঘি উপনির্বাচন। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার (Subrata Saha) মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি দাঁড়ায়। আজ সাগরদিঘি উপনির্বাচনে সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর এই ভোটগ্রহণ পর্বের শুরু থেকেই ছড়িয়েছে উত্তেজনা। তবে এই ভোটগ্রহণ পর্বের শুরুতেই অভিযোগ উঠেছে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সূত্রের খবর, বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে অভিযোগ তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথের মধ্যে প্রবেশ করেছিলেন। যদিও এই অভিযোগ বিজেপি প্রার্থী দিলীপ সাহা উড়িয়ে দিয়ে তিনি পালটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ তোলেন, বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশ ঢুকেছে। অন্যদিকে একইভাবে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হোসেনপুরের ২১০ এবং ২১১ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
