তৃণমূলকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দা করে হামলাকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) । এবার দিনহাটা যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার রাতেই তিনি দিনহাটার উদ্দেশে রওনা দেবেন বলে খবর। সেই সঙ্গে তাঁর হুঙ্কার, ‘‘মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে।’’ সোমবার কোচবিহারের দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালেই দিনহাটা পৌছানোর কথা রাজ্য সভাপতির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে তিনি দিনহাটায় ঘুরবেন। সেই সঙ্গে শনিবারের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, সেই সব বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলবেন সুকান্ত। সুকান্ত মজুমদারের দিনহাটা সফর ঘিরে ইতিমধ্যেই কোচবিহার জেলায় নতুন করে আলোড়ন ছড়িয়েছে। এই সফর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছে, “দিনহাটায় যাওয়ার কথা আগেই ঠিক হয়েছিল। অন্য কর্মসূচি থাকার জন্য একটু দেরি হয়েছে। তবে রাজ্যপালের বিবৃতি শুধু আমাদের নয়, রাজ্যবাসীর মনেও সাহস জুগিয়েছে। রাজ্যের সাংবিধানিক প্রধান কিছু বললে তা অবশ্যই গুরুত্বপূর্ণ”। তিনি আরও বলেন, “মঙ্গলবার দিনভর নিশীথকে নিয়ে দিনহাটা শহরে ঘুরব। দেখি তৃণমূল কিভাবে তাদের পথে বাধা সৃষ্টি করে। দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে আর তাদের কত গুলি আছে।”