পার্সি নববর্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি,গুগল ডুডলও

নয়াদিল্লি ২১মার্চ:প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পার্সিদের নববর্ষ౼নওরোজ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, “নওরোজ মুবারক! পার্সি নববর্ষের শুভেচ্ছা। পার্সি সম্প্রদায়ের অসাধারন অবদান, যার নানা ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি রয়েছে, তাকে ভারত সযত্নে লালিত করে। নতুন বছর সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।”পারসি সম্প্রদায়কে নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি মুর্ম ও উপরাষ্ট্রপতি ধনকর।
মঙ্গলবার থেকে শুরু হলপারসি নববর্ষ ।ইরানের ভাষা অনুযায়ী যার নাম নওরোজ । এই বিশেষ দিন উদযাপন করতে নতুন ভাবে সেজে উঠল গুগল ডুডলও। নওরোজের সঙ্গে জড়িয়ে থাকা রং বেরংয়ের মরশুমি ফুল দিয়েই ডিজাইন করা হয়েছে এদিনের গুগল ডুডল টিউলিপ, ড্যাফোডিল,অর্কিডের মতো ফুল আর সবুজ পাতায় গুগল ডুডলটি সেজে উঠেছে।
শীতের শেষে বসন্তের আগমনে প্রকৃতি নবরুপে সেজে ওঠে। রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। সেই কথা মাথায় রেখে এই সময়েই নববর্ষ পালন করেন পারসিরা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ৩০ কোটি পারসিরা এই বিশেষ দিনটি পালন করেন। প্রতি বছর ২১ মার্চ পালিত হয় পারসি নববর্ষ নওরোজ। রাষ্ট্রসংঘের তরফে এই দিনটিকে আন্তর্জাতিক ছুটি হিসাবে ঘোষণা করা হয়।
পারসি সম্প্রদায়কে নওরোজের শুভেচ্ছা জানিয়ে গুগলের তরফে বলা হয়, “অন্যান্য সংস্কৃতির মতোই নতুন সূচনার বার্তা দেয় নওরোজ। অতীতের ভুলত্রুটি শুধরে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার, প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত করা- সমস্ত কিছুই শেখায় এই বিশেষ দিনটি। নতুন বছরটি আশা, ভালবাসা ও শান্তিতে ভরে উঠুক- এই কামনা করি।”
পারস্যে মুসলিম বিজয়ের পর, ইরানী রাজবংশের নবজাগরণ অনুসরণ করে নওরোজের পুনরুত্থান দেখা যায়। ১০৭৯ খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী ওমর খৈয়াম একদল পণ্ডিতের সাথে ‘জালালি’ ক্যালেন্ডার প্রতিষ্ঠা করেন যে দিনটি আমরা নওরোজ বলে থাকি। পার্সি নববর্ষ আজও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস-ভিত্তিক অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। ২০১৬ সালে, নওরোজকে ইউনেস্কো-এর মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।