খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে আশ্রয় দেওয়ার অভিযোগে হরিয়ানায় মহিলা গ্রেফতার

চণ্ডীগড় ২৩মার্চ: বেপাত্তা হওয়ার পর কেটে গিয়েছে ৫ দিন। এখনও খোঁজ মেলেনি ‘ওয়ারিস পঞ্জাব দে’ নামের সংগঠনের সভাপতি তথা খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের।তবে হরিয়ানা পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে যিনি অমৃতপাল সিং এবং তার সহযোগী পাপালপ্রীত সিংকে কুরুক্ষেত্র জেলায় তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খালিস্তানপন্থী ওই প্রচারক পাঞ্জাব থেকে পালিয়ে গেছেন।
হরিয়ানা পুলিশ জানিয়েছে, শাহাবাদ এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে যার নাম বালজিৎ কৌর। যিনি রবিবার শাহাবাদে তার বাড়িতে অমৃতপাল এবং তার সহযোগী পাপলপ্রীত সিংকে আশ্রয় দিয়েছিলেন। মহিলাকে পাঞ্জাব পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কুরুক্ষেত্রের পুলিশ সুপার সুরিন্দর সিং ভোরিয়া ফোনে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন।
উল্লেখ্য,গত মাসে, অমৃতপাল সিং এবং তার সমর্থকরা তলোয়ার ও বন্দুক নিয়ে ব্যারিকেড ভেঙ্গে অমৃতসর শহরের উপকণ্ঠে আজনালা থানায় ঢুকে পড়ে এবং একজন খালিস্থানি নেতার মুক্তির জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।খালিস্তানি আন্দোলনের সমর্থক ওই নেতাকে আটক করার জন্য পাঞ্জাব-সহ সারা দেশ জুড়ে ব্যাপক অভিযান চালানো হলেও ৫দিনেরও বেশি সময় ধরে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
‘ওয়ারিস দা পাঞ্জাব’ গোষ্ঠীর প্রধান অমৃতপাল সিংয়ের খোঁজে পাঞ্জাব তো বটেই, হরিয়ানা ও হিমাচল প্রদেশ-সহ আশেপাশের রাজ্যগুলোতেও অভিযান চলছে, পাশাপাশি গোটা এলাকাতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এমন কী এসএমএস সার্ভিস পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
৩০ বছর বয়সী অমৃতপাল সিং শিখদের জন্য একটি পৃথক মাতৃভূমির দাবিতে খালিস্তানি আন্দোলনের একজন কড়া সমর্থক।
তার গাড়িবহরকে পুলিশ গত শনিবার বিকেলে জলন্ধরের কাছে শাহকোটে আটকেছিল, কিন্তু একপাশে গ্রামের সরু রাস্তা দিয়ে তিনি গা ঢাকা দেন। এখনও পুলিশ তাকে ধরতে পারেনি।
ইতিমধ্যে ওই শিখ নেতার শতাধিক অনুগামীকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা ও আর্থিক মদতদাতা দলজিৎ সিং কালসিও রয়েছেন।
ওই খালিস্তানি নেতার চারজন ঘনিষ্ঠ সঙ্গীকে আটক করে এয়ারফোর্সের বিশেষ বিমানে দেশের অন্য প্রান্তে নিয়ে গিয়ে অসমের ডিব্রুগড়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া একটি জেলে রাখা হয়েছে।