দণ্ডিকান্ডের প্রতিবাদে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। ইতিমধ্যে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে জেলাশাসককে এনিয়ে অবগত করা হয়েছে৷ শুধুমাত্র আদিবাসী সেঙ্গেল অভিযান নয়, অন্যান্য আদিবাসী সংগঠনকেও বনধে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এবিষয়ে সংগঠনের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাঁসদা জানান, আদিবাসী মহিলাদের দিয়ে যারা দণ্ডি কাটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তোলা হয়েছে। পুলিশ দু-জনকে গ্রেপ্তার করলেও যে নেত্রী এই যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দিলেন তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাঁরা ওই নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানাতেই বাংলা বন্ধের ডাক দিয়েছেন।
