দণ্ডিকাণ্ডে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের

বালুরঘাট (Balurghat) দণ্ডিকাণ্ডে ফের এসটি কমিশনের (ST Commission) চেয়ারম্যানকে চিঠি দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার। ফলে এসটি কমিশনের কাছে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। গত ৬ এপ্রিল রাতে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপন বিধানসভার গোফানগরে কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলে ছিলেন বলে দাবি করে বিজেপি। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তপনের গোফানগর থেকে শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা। তাঁরা বেশ কিছুটা রাস্তা দণ্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে যান। সেখানে তৎকালীন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় দণ্ডি কাটার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বিজেপি। এই ইস্যুতে গত সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন তিনি। জাতীয় এসটি কমিশনেও চিঠি লিখে অভিযোগ জানান তিনি। ইতিমধ্যেই রিপোর্ট তলব করে জাতীয় এসটি কমিশন। পরবর্তীতে গতকাল দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরই ফের এসটি কমিশনে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দণ্ডিকাণ্ডে প্রদীপ্তা চক্রবর্তীর নাম জড়ানোর পরই তাঁকে পদ থেকে অপসারিত করা হয়।