স্কুল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত মা ও শিশু

স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনগামী রাস্তায় রেল হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মা ও শিশুর। ঘটনাস্থলে তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। জানা গিয়েছে এদিন দুপুরের সাইকেলে করে মা ও মেয়ে ভক্তিনগরের একটি স্কুল থেকে হরিপুরে নিজের বাড়ি ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু কন্যার। তবে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে পরে ওই মহিলার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে মৃত মহিলার নাম বিমলা রায় ও মেয়ের নাম সরস্বতী রায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।