‘সত্য উদঘাটন হবেই’, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে টুইট মমতার

এবার কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার(Sexual harassment) অভিযোগ(Allegations) উঠেছিল। কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সরব হয়েছিলেন। অভিযোগ, তিনি জাতীয় শিবির চলাকালীন দেশের একাধিক মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নয়াদিল্লিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই কুস্তিগিররা নয়াদিল্লিতে যন্তরমন্তরের সামনে ধর্নায় বসেন। তাঁদের আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলেছে। এরই মধ্যে শুক্রবার মমতা কুস্তিগিরদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন তিনি টুইটে লিখেছেন, ’আমাদের অবশ্যই দেশের কুস্তিগিরদের পাশে থাকতে হবে। তাঁরা সত্যিকারের চ্যাম্পিয়ন। তাঁদের জন্য দেশের গর্ব করা উচিত। বহু সাফল্য এসেছে তাঁদের হাত ধরে। ওঁরা নিজেদের বক্তব্য রাখছেন। এই নিয়ে বিচার চলবে, দোষীকে শাস্তি পেতে হবে। রাজনৈতিক ছায়ায় থাকলেও শাস্তি অনিবার্য। সত্য উদঘাটন হবেই।‘