ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র সংগীত গাইলেন চীনা ভাষা
‘তোমায় চিনি গো চিনি ওগো বিদেশিনী….। চীনা ভাষায় এই রবীন্দ্র সংগীত গাইলেন সল্টলেকের একটি নামী স্কুলের ছাত্র-ছাত্রীরা। ভারত-চীন সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যে এবারের পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসের আগে সল্টলেকের বেসরকারি সেন্ট জনস স্কুলে আনুষ্ঠানিকভাবে তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে চীনা ভাষা চালু হলো। স্কুলে বিদেশি ভাষা শেখানোর প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে সেখানকার একটি ক্লাস রুমকে চীনা সংস্কৃতির আদলে ঢেলে সাজানো হয়েছে। এদিন সেই ক্লাস ঘর ও পাশের একটি মঞ্চে ড্রাগন ড্যান্স, অঙ্কন, গান, কবিতা সহ নানাবিধ কর্মসূচিতে সামিল হন পড়ুয়ারা। এই বিদ্যালয় সূত্রে খবর, আপাতত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চাইনিজ ভাষা শিখতে পারবে ছাত্র-ছাত্রীরা। সপ্তাহে দু’ঘণ্টা হবে সে ক্লাস। পরিস্থিতি বুঝে অনলাইনেও ক্লাস করানো হবে। অষ্টম শ্রেণির পর কেউ যদি চীনা ভাষা শেখার প্রতি আরও আগ্রহী হন, সে পড়ুয়ার জন্যও বিশেষ ক্লাস করানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিনের সেন্ট জনস বিদ্যালয়ে নতুন কোর্সের সূচনা পর্বের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত চীনা দূতাবাসের কনস্যুলেট জেনারেল ঝা লিওন। একাডেমিক ইংলিশ স্টাডিজের প্রাক্তন অধিকর্তা ডেভিড লারবেলিস্টর, ভাইস প্রিন্সিপাল লুসিয়া গুপ্তা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
