বেঙ্গালুরু ৮ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ দিনে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বেঙ্গালুরুর বিজয়নগরে একটি রোড শো করেন । এই জমকালো রোডশোতে হাজার হাজার কংগ্রেস কর্মী এবং সমর্থকরা অংশ নিয়েছিলেন ।এই রোড শো’তে যোগদানের জন্য প্রচুর সংখ্যক লোক রাস্তায় জড়ো হয়। ফুলে সজ্জিত একটি গাড়িতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধি রাস্তার দুপাশে ভিড় জমানো জনতাকে স্বাগত জানান।
উল্লেখ্য, কর্ণাটকে 10 মে বিধানসভা নির্বাচনের জন্য হাই-ভোল্টেজ প্রচারাভিযান সোমবার শেষ হয়েছে। রাজ্যের তিনটি প্রধান রাজনৈতিক দল – বিজেপি, কংগ্রেস এবং জেডি(এস)- ভোটারদের আকৃষ্ট করার সুযোগ পেয়েছে। রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেস নেতারা বিভিন্ন রোডশো, সমাবেশ এবং নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। কংগ্রেস বিজেপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।
কর্নাটকে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন , কংগ্রেস প্রায় ৯১ বার নানা ভাবে তাঁকে অপমান করেছে। এ দিন কর্নাটকের মাটিতে দাঁড়িয়েই তার জবাব দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি।এদিন রোড শো ও কয়েকটি সভা থেকে তিনি বলেন, ‘৯১ টা অপমান তাও একটা পাতায় লেখা গিয়েছে। যদি আমার পরিবারের উদ্দেশে বিজেপির অপমানের ইতিহাসের তালিকা বানানো হয়, তা হলে বইয়ের পর বই ছাপতে হবে।প্রিয়াঙ্কা বলেন,
গত ২-৩ দিন ধরে যেটা দেখছি, সেটা অবাক করার মতো। অনেক প্রধানমন্ত্রী দেখেছি- ইন্দিরাজিকে দেখেছে, দেশের জন্য বুলেট খেতে। রাজীব গান্ধিকে দেখেছি দেশের জন্য আত্মবলিদান দিতে। পিভি নরসিমহা রাও এবং মনমোহন সিংকে দেখেছি দেশের জন্য কঠোর পরিশ্রম করতে। কিন্তু মোদি প্রথম প্রধানমন্ত্রী, যিনি জনসাধারণের সামনে এসে নিজের অপমানের জন্য কান্নাকাটি করেন।
আপনাদের দুঃখ শোনার বদলে নিজের সমস্যার কথা আপনাদের বলতে থাকেন। মোদীজি, সাহস থাকলে আমার দাদা রাহুল গান্ধির থেকে শিখুন। আমার দাদা বলেছে, দেশের জন্য শুধু অপমান নয়, ও বুলেট খেতেও রাজি। আপনি অপমান করুন, বুলেট ছুড়ুন বা ছুরি মারুন, আমার দাদা সত্যের জন্যই লড়ে যাবে।’ প্রিয়াঙ্কার পরামর্শ, ‘মোদীজি, ভয় পাবেন না। জননেতার জীবনে এমন অনেক কিছুই সহ্য করতে হয়। সাহস সঞ্চয় করে এগিয়ে যাওয়াই প্রয়োজন।’
