সাংসদ অভিষেক ব্যানাজী চারদিন যাবৎ মুর্শিদাবাদ জেলায় তৃনমূলের নব জোয়ার কর্মসূচির ঝড় তুলে, বীরভূম এর উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে মুর্শিদাবাদ জেলার বড়ুয়াতে অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর সঙ্গে বেশ কিছু ক্ষন কথা বললেন, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায় , ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক অপূর্ব সরকার, জেলা সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস,আই এন টি টি ইউ সি এর সভাপতি পার্থ প্রতিম সরকার ওরফে বাপি, বিধায়ক আশিষ মার্জিত, বিধায়ক হুমায়ুন কবির, রাজ্য ছাত্র তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভীস্মদেব কর্মকার,জেলার সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ।
যুবরাজ অভিষেক ব্যানাজী খুব খোস মেজাজে ছিলেন। তাঁর হাসি দেখেই মনে হয় মুর্শিদাবাদ জেলায় তৃনমূলের নব জোয়ার কর্মসূচি খুব সাফল্য লাভ করেছে। শ্রীমতি শাওনী সিংহ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ মোমেন্টো সাংসদ অভিষেক ব্যানাজীকে দেন। বিধায়ক ইদ্রিস আলী একটি পাগড়ী তাঁর মাথায় পড়িয়ে দিয়ে বলেন,এটি নবাব জেলার ঐতিহ্যবাহী পাগড়ী, আপনারও সুস্হতা কামনা করি। সাংসদ অভিষেক ব্যানাজী এর উত্তরে বলেন, আমি আপনার সুস্হতা কামনা করি। ভালো করে কাজ করে যান। বিধায়ক ইদ্রিস আলী জানান, আজকের যুবরাজ সাংসদ অভিষেক ব্যানাজীকে দেখে মনে হলো, মানুষের কল্যাণে এবং সামনে পন্চায়েতের স্বচ্ছ নির্বাচন করতে এই জনসংযোগ কর্মসূচি,সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পথ। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, পন্চায়েত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই পালিত হবে।যারা এতদিন দলে সম্মান পাইনি তাদের সম্মান দিচ্ছেন আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক ব্যানাজী। অভিষেক ব্যানাজীর, সাংগঠনিক দক্ষতা দেখে বিজেপি সহ বিরোধীদের বুকে আগুন জ্বলছে। অনেকেই বিজেপির মত সাম্প্রদায়িক দলকে ত্যাগ করছে। বিধায়ক ইদ্রিস আলীর বক্তব্য,২০২৪ সালে বিজেপি শেষ হয়ে যাবে, নরেন্দ্র মোদীজী ভারত ছেড়ে বিদেশে চলে যাবেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তালরস খেয়ে পাগলা গারদে যাবে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওয়াই চপ্পল পরে, ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এবং তখন বাংলার মুখ্যমন্ত্রী হবেন বর্তমান সাংসদ অভিষেক ব্যানাজী। উল্লেখ থাকে জেলা সম্পাদক আবু সায়েম রিপন সাংসদ অভিষেক ব্যানাজীকে মোমেন্টো দেন। ভগবানগোলা এক নম্বর ব্লকের সহ সভাপতি রিয়াত হোসেন সরকার পিতলের মুর্তি দেন যুবরাজ অভিষেক ব্যানাজীকে।
মফিজুল হক
আপ্ত সহায়ক
বিধায়ক ইদ্রিস আলী।
