বাম-কংগ্রেস জোটে অনুপস্থিত আইএসএফ, শাসক বিরোধী জোট ঘিরে অনিশ্চয়তা

সেই ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা করেছিল সংযুক্ত মোর্চা জোট। সে প্রচারের ফলাফল কী, তা সকলেই জানেন। জোটের শরিক বাম ও কংগ্রেসের ঝুলিতে শূন্য এবং আইএসএফ (ISF) একটি আসন। কোনওক্রমে জোটের মুখরক্ষা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর অবশ্য জোট উদ্যোক্তারা স্রেফ নির্বাচনী জোট বলে দায় সেরেছিলেন। এবার সামনে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। সিপিএম, কংগ্রেস ফের হাতে হাত ধরে জোট বেঁধে লড়ার পক্ষে। বৃহস্পতিবার জোটের বড়সড় সভা হয়ে গেল বীরভূমের সিউড়িতে। এটাই শুরু। কিন্তু উল্লেখ্য, অধীর চৌধুরী, মহম্মদ সেলিমদের এই সমাবেশের সূচনায় ব্রাত্য আরেক জোটসঙ্গী আইএসএফ। তাদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির কাছে কোনও বার্তা আসেনি সিউড়ির সমাবেশ নিয়ে, তাই তাঁরা অনুপস্থিত।