গরু চড়াতে গিয়ে চিতাবাঘের কবলে কিশোর

গোরু চড়াতে যাওয়ার পথে চিতাবাঘের হামলায় জখম হল এক নাবালক। সোমবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শিশাবাড়ি-সরুগাঁও এলাকায়। জখম নাবালকের নাম মহবুল আলম। সে খগেনহাট নাথুনি সিং হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে সে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রের খবর, গোরু চড়াতে যাওয়ার সময় দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশন থেকে একটি চিতাবাঘ বেরিয়ে ওই নাবালককে আক্রমণ করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই চিতাবাঘ দেখা যায়। মাঝেমাঝেই গ্রামবাসীদের গোরু, ছাগল চিতাবাঘের পেটে যায়। বন দপ্তর সূত্রের খবর, ওই চা বাগানে চিতাবাঘ রয়েছে। জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় জানান, এলাকায় নজর রাখা হচ্ছে।