নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পি.প্রভাকরের দাবি, ‘মোদি অর্থনীতিতে অদক্ষ’

নয়াদিল্লি ১৪ মে:অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী এবং অর্থনীতিবিদ পরকলা প্রভাকর অনেককে হতবাক করে দিয়ে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী মোদি অর্থনীতি এবং সাম্প্রদায়িকতা রোখা এবং বিভেদ ছড়ানো বন্ধ করা সহ অন্যান্য বিষয়ে অযোগ্য। ‘দ্য ক্রুকড টিম্বার অফ নিউ ইন্ডিয়া’-এর লেখক সিনিয়র সাংবাদিক করণ থাপারের সঙ্গে একটি সাক্ষাত্কারে পরকলা প্রভাকর বলেছেন, “তিনি (মোদি) অর্থনীতিতে এবং বেশিরভাগ বিষয়েই বিস্ময়করভাবে অযোগ্য। বিভাজনকারী মনোভাব ও সাম্প্রদায়িক প্রবৃত্তিকে বন্ধ করতেও ব্যর্থ হয়েছেন। ”
দেশের নিম্নমুখী অর্থনীতিকে চাঙ্গা করতে মনমোহন সিং-এর অর্থনীতির মডেলকে গ্রহণ করা উচিত বিজেপির, দ্য হিন্দু পত্রিকায় বের হওয়া একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর । আগে অন্ধ্রপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত দফতরের উপদেষ্টা ছিলেন পারাকালা প্রভাকর, নেহেরু জমানার অর্থনীতির সমালোচনা করায় কেন্দ্রের শাসকদলের নিন্দা করেন তিনি, বলেন, দলের থিঙ্ক ট্যাঙ্ক এটা “ভাবতে পারছে না” যে, এই আক্রমণ অনেকটা রাজনৈতিক হয়ে যাচ্ছে। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী বলেন, “আধুনিক বাজারি বিশ্বায়নের জগৎ-এ বাস্তবিক পদক্ষেপগুলি অখণ্ড মানবতা গড়ে তোলার মতো পদক্ষেপ থাকে না। তা সত্ত্বেও বিজেপি, সেই সীমাবদ্ধ এজেন্ডা থেকে নিজেদের মুক্ত করতে পারেনি। উচিত  -মনমোহন সিং জমানার অর্থনীতিকে আঁকড়ে ধরা”।
দেশের অর্থনীতির বেহাল দশার জন্য করোনা মহামারিকে দায়ী করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ‘ভগবানের তৈরি করা’ এই বিপর্যয়ের জন্যই ভারতের অর্থনৈতিক  অগ্রগতি থমকে গিয়েছে বলেও মন্তব্য করেছিলেন। এরপরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়।তখন তার এই মন্তব্যের সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রীরই স্বামী পরকলা প্রভাকর ।স্পষ্টবাদী বক্তা হিসেবে নির্মলা সীতা রমণের স্বামীর একটি বিশেষ পরিচিতি আছে বলে রাজনৈতিকমহল মনে করে।