২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই ব্রিটেন থেকে কোহিনূর হিরে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারত। গত শনিবার এমনই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটেনের এক ট্যাবলয়েডে। ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়াদিল্লি এবং লন্ডনের ভারতীয় দূতাবাসের তরফে এই লক্ষ্যে কূটনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। শুধু কোহিনূর নয়, ব্রিটেনের নানা সংগ্রহশালায় থাকা অন্যান্য বহুমূল্য ধনদৌলতকে সরকারিভাবে এদেশে ফিরিয়ে আনতে চায় ভারত। ট্যাবলয়েডে প্রকাশিত খবরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই সব আশা-প্রতীক্ষায় জল ঢেলে দিল ব্রিটেন। পরিষ্কার জানিয়ে দিল, ভারতকে কোহিনূর ফেরাবেন না।
ব্রিটেন কূটনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, কোহিনূর মোটেও ভারতকে ফেরাবেন না তারা। তবে হ্যাঁ, ব্রিটেনের সংগ্রহশালায় থাকা কিছু জিনিস ভারতে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে নথিও তৈরি হয়েছে। তবে সেই নথির কোথাও কোহিনূরের উল্লেখ নেই। শনিবার থেকেই দেশজুড়ে আলোচনার বিষয় ছিল লন্ডনের পৃথিবীর অন্যতম বৃহৎ সংগ্রহশালা ব্রিটিশ মিউজিয়ামে থাকা এদিকে ১০৫.৬ ক্যারেটের কোহিনূর হিরে। কোহিনূর ফেরাতে নয়াদিল্লির তৎপরতার পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। রাজনীতিবিদদের একাংশ মনে করছেন কর্নাটকের ভোটে বিজেপির ভরাডুবির পরে, দেশজোড়া নতুন জাতীয়তাবাদের ধুয়ো তুলতে বিজেপি সরকার কোহিনূরের শরণাপন্ন হতে পারে। বস্তুত, কোহিনূর ফেরাতে পারলে নরেন্দ্র মোদি সেটিকে তাঁর সাফল্য বলেই প্রচার চালাবেন।
