সবরমতী আশ্রম পরিদর্শনে এসে ‘নমস্তে’ জানালেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি

গান্ধীনগর, ১৫ মে: গুজরাতের সবরমতী আশ্রম পরিদর্শন করলেন ভারতের নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এর আগে গারসেটি ট্যুইটার হ্যান্ডেলে দিল্লিতে মহারাষ্ট্রভবনে তার সফরের বর্ণনা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সেই ভিডিওতে বলেন, ‘কোলাহলপূর্ণ রাস্তা থেকে দিল্লির রঙিন গলি পর্যন্ত, দুর্দান্ত খাবারের প্রতি আমার ভালবাসা অব্যাহত রয়েছে। আমি মহারাষ্ট্র ভবনে আছি, ভারতের আকর্ষণীয় স্বাদগুলি পেতে আগ্রহী। আপনারাও আমার এই সফরের সঙ্গী হোন, ভারতের আমি সারমর্মের একটি নমুনা তুলে ধরছি। একটা সময়ে আমি একটি রাজ্যে। এর পর আমার পরের গন্তব্য কোথায়?’
এর পরেই, সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি গুজরাতের সবরমতী আশ্রম পরিদর্শন করেন। এদিন তাঁকে মালা পরিয়ে আশ্রমে স্বাগত জানানো হয়। গারসেটি ভারতীয় কায়দায় সকলকে ‘নমস্তে’ জানান।

গুজরাতে অবস্থিত এই সবরমতী আশ্রম বা গান্ধি আশ্রম বহু ঐতিহাসিক স্মৃতি বহন করছে। মহাত্মা গান্ধির বাসভবনটি বর্তমানে ‘হৃদয় কুঞ্জ’ নামে পরিচিত। এখানে গান্ধিজীর ব্যবহৃত তাঁর লেখার ডেস্ক, খাদি কুর্তা, চরকা কাটা সুতো, কিছু চিঠিপত্র দর্শকদের দেখার জন্য রাখা আছে।

গত বৃহস্পতিবার নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয় পত্র পেশ করেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মোনাকোর রাষ্ট্রদূতদের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মুর্মু। সেই সময় এক ভিডিও বার্তায় এরিক গারসেটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের একযোগে কাজ করার বার্তা দেন।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ের পর থেকে ভারতে কোনও স্থায়ী মার্কিন রাষ্ট্রদূত ছিলেন না। জো বাইডন ক্ষমতায় আসার পর গারসেটিকে মনোনীত করেছিলেন। ২০১৩ সাল থেকে ২০২২-এর ডিসেম্বর মাস পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে ছিলেন গারসেটি। নানা সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে প্রশংসাও কুড়িয়ে ছিলেন তিনি।