আবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন জানালেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই আবেদন জানান তিনি। আগেও একই যুক্তিতে জামিন চেয়েছিলেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। কিন্তু আদালত তা মঞ্জুর করেনি। এমনকি আসানসোল জেলে ফেরার আর্জি জানিয়েও আদালতে প্রত্যাখাত হয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবার তিহাড় জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ায় তাঁকে জেলের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয়। তারপরই অনুব্রত আদালতে আর্জিতে জানান, তার বাইরের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাই তাকে জামিন দেওয়া হোক। ২৩ মে অনুব্রতর আবেদনের শুনানি হবে।
