কালিয়াগঞ্জের নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে সিট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ রাজ্য। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ঘটনায় সিটে দুজন অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সিদ্ধান্তকেই মূলত চ্যালেঞ্জ করেছে রাজ্য। রাজ্যের তরফে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করতে পারেন না। তাই ওই নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।
সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দ্রুত মামলার শুনানির আবেদনও জানায় রাজ্য। যদিও সেই আবেদন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।
