ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ব্যয় কমাতে সক্ষম হয়েছে : দাবি

নয়াদিল্লি ১৯মে:বিশ্বব্যাপী আইটি সংস্থাগুলি যখন খরচ কমাতে ছাটাই এর উদ্যোগ নিয়েছে,তখন ভারতীয় আইটি সংস্থাগুলি সমস্যা মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছে।ভারতের শীর্ষ শিল্প কর্মকর্তারা এই দাবি করেছেন।বেশ কয়েকটি কোম্পানি পারফরম্যান্স মূল্যায়নের সময় সর্বনিম্ন ব্যান্ডে আরও বেশি লোককে রাখা,কর্মশক্তিকে যুক্তিযুক্ত করার উপরে নজর দিয়েছে।
তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিনিয়োগ ১ হাজার ৮০০ কোটি ডলার বা ৮১ শতাংশ বেড়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যেখানে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, সেখানে তা বেড়ে এখন ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারে উঠেছে। তবে সামগ্রিক এই বিনিয়োগের অর্ধেকই হয়েছে মাত্র দুটি খাতে। খাত দুটি হল ফার্মাসিউটিক্যালস বা ওষুধ ও তথ্যপ্রযুক্তি।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানায়, বিনিয়োগ বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসারত ভারতীয় কোম্পানিগুলোতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত কর্মসংস্থান ২৪০ শতাংশ বেড়েছে। এসব কোম্পানিতে সব মিলিয়ে বর্তমানে ৪ লাখ ২৫ হাজার জনবল রয়েছে। তিন বছর আগে ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার।
টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এসসারের মতো ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। তবে তাদের বিনিয়োগ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়নি সিআইআইর প্রতিবেদনে।
সিআইআইর প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোর মোট বিনিয়োগের ৫০ শতাংশই হয়েছে ফার্মাসিউটিক্যালস তথা ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে। সেখানে কোম্পানিগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য প্রায় ১০০ কোটি ডলার ব্যয় করেছে।
ভারতীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যেই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, যা পরিমাণে প্রায় এক–চতুর্থাংশ। এই রাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৯৮০ কোটি ডলার। সেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২১ হাজার মানুষের। টেক্সাসের কর আইন ও পরিবেশ তুলনামূলকভাবে ব্যবসাবান্ধব হওয়ায় ভারতীয়রা এই রাজ্যে বেশি বিনিয়োগ করেন।
টেক্সাসের পেছনে রয়েছে জর্জিয়া রাজ্য, যেখানে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগ করেছে ৭৫০ কোটি ডলার। এ ছাড়া নিউ জার্সিতে ৪২০ কোটি, নিউইয়র্কে ২১০ কোটি ও ম্যাসাচুসেটসে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতীয় কোম্পানিগুলো।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে নিউইয়র্কে, যা সংখ্যায় ১৯ হাজারের বেশি।