ধসের কারণে সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।

ধসের কারণে সিকিমে আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। শুক্রবার উত্তর সিকিমের চুংথাং এলাকায় মূল সড়কের ওপর ব্যপক ধস নামে। সেখানেই আটকে পড়া পর্যটকরা। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুরোধে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে ত্রিশক্তি কর্পসের সেনারা। পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিয়ে আসা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রবল বর্ষনের কারণে ধস নামে উত্তর সিকিমের চুংথাং এলাকায়। ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে মূল সড়কটি। এই পাহাড়িপথে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এরফলে আটকে পড়ে লাচুং ও লাচেনে ঘুরতে আসা শয়ে শয়ে পর্যটক বোঝাই গাড়ি। সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের অনুরোধে পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ দেশ বিদেশের পর্যটককে।