বিশ্বশান্তির বার্তা, হিরোশিমায় গান্ধিমূর্তির উন্মোচন প্রধানমন্ত্রীর

জাপানে জি ৭ বৈঠকে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোসিমায় হচ্ছে সেই বৈঠক। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে বিশ্বশান্তির বার্তা দিয়ে সেখানে মহাত্মা গান্ধির আবক্ষমূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। হিরোসিমার যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার কাছে গান্ধিমূর্তি উন্মোচন করা হয়েছে। জানা গিয়েছে, জাপান এবং ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে ওই মূর্তিটি উপহার হিসেবে দিয়েছে ভারত।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভারতের সঙ্গে জাপানের বন্ধুত্ব এবং সুসম্পর্কর প্রতীক হিসেবে গান্ধিজির মূর্তি উন্মোচন করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এও জানানো হয়, গান্ধিজি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন শান্তি এবং অহিংসার জন্য। যেখানে এই মূর্তি স্থাপন করা হয়েছে তা তাঁর নীতি এবং আদর্শের কথাই বলবে।