ট্রেইনি গ্র্যাজুয়েট টিচার স্কেলে বেতন সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এই দাবিদাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সংগঠনের তরফে। পরবর্তীতে সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে ফের আসে কলকাতা হাইকোর্টে। যার শুনানি শীঘ্রই হবে বলে খবর। এদিকে এই দাবি পূরণে রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাই স্কুলে হয়ে গেল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ সম্মেলন।
বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিজিটি স্কেল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে লক্ষাধিক গ্র্যাজুয়েট শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। টানা ২ বছর করোনা পরিস্থিতির জন্য রাস্তায় নেমে আন্দোলন করা যায়নি। ইতিমধ্যেই টিজিটি স্কেল সম্পর্কিত মামলা চলছে কলকাতা হাই কোর্টে। যার শুনানি শীঘ্রই হবে। পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনের জন্য একেবারে ব্লক স্তর থেকে সংগঠনকে মজবুত করা হচ্ছে।
