মোদির ডিগ্রি মামলায় কেজরিওয়ালকে তলব গুজরাট আদালতের

নয়াদিল্লি ২৩ মে:প্রধানমন্ত্রী ডিগ্রি বিতর্ক মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে গুজরাট আদালত।একই সঙ্গে ৭ জুন আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আদালতে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে প্রায় ৭ বছর আগে একটি আরটিআই করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতর তাঁর ডিগ্রির প্রতিলিপি প্রকাশ করতে অস্বীকার করলেও কেন্দ্রীয় তথ্য কমিশন দিল্লি ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে সার্টিফিকেটের কপি অরবিন্দ কেজরিওয়ালকে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট।তারপরও দিল্লির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা হয়।সেই মামলায় ৩১ মার্চ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। একমাসের মধ্যে সেই টাকা আদালতে জমা করতে বলা হলেও তা পালন করেননি দিল্লির মুখ্যমন্ত্রী।এরপরেই তাঁকে সমন পাঠানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভর্ৎসনা করে গুজরাত হাইকোর্ট। আরটিআই করার জন্য ধার্য করে জরিমানাও। তাতেও পিছু হঠার কোনও লক্ষণ নেই দিল্লির মুখ্যমন্ত্রীর। গুজরাট হাইকোর্টের রায়ের পর ফের নরেন্দ্র মোদর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য দিতে প্রস্তুত নয়, গুজরাট হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়েও কার্যত প্রশ্ন তোলেন আপ সুপ্রিমো। এর পিছনে দু’টি কারণ থাকতে পারে বলে মনে করছেন কেজরিওয়াল। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উত্তর না দিয়ে প্রধানমন্ত্রী ঔদ্বত্য প্রকাশ করেছেন বলে অভিযোগ করেন। নতুবা, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল বলে মনে করছেন তিনি।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। প্রধামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য জানতে একটি আরটিআই করেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই তথ্য কমিশন নরেন্দ্র মোদির শিক্ষা সংক্রান্ত তথ্য জানানোর জন্য গুজরাট বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিলেও, তা মানেনি বিশ্ববিদ্যালয়টি। আরটিআইয়ের মাধ্যমে কোনও ছাত্রের ডিগ্রি প্রকাশ্যে আনা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিষিদ্ধ বলে জানানো হয়।