নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ায় খালিস্তানের প্রসঙ্গ তুললেন

নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ায় খালিস্তানের প্রসঙ্গ তুললেন।অস্ট্রেলিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে অস্ট্রেলিয়া সরকার তাকে আশ্বস্ত করেছে যে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় খালিস্তানপন্থী সংগঠনের তৎপরতা বেড়েছে, যা প্রধানমন্ত্রী আলবানিজির সঙ্গে বৈঠকে উল্লেখ করেছেন মোদি। বৈঠকের পর তিনি বলেন, আলবানিজি তাকে হিন্দু মন্দিরের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। বুধবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোদি। এ সময় শিক্ষার্থীদের যাতায়াত, দক্ষ শ্রমিকদের ভিসা, সবুজ হাইড্রোজেন প্রযুক্তিতে সহযোগিতা এবং একে অপরের শিক্ষাগত ডিগ্রির স্বীকৃতির বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
উভয় দেশ গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্স গঠনেও সম্মত হয়েছে। নরেন্দ্র মোদি বলেন, “ক্রিকেটের ভাষায় অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্ক টি-টোয়েন্টি যুগে পৌঁছে গেছে।”

মন্দিরের সমস্যা

গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময় অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরগুলিতে তাণ্ডব চালিয়েছে খালিস্তানপন্থীরা। কখনও মন্দিরে ঢুকে ভাঙচুর কখনও আবার মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখে দেওয়া হয়েছে । মেলবোর্ন হোক বা সিডনি কাধিক হিন্দু মন্দিরে এই হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। আর বুধবারের বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে নরেন্দ্র মোদি বলেন, “প্রধানমন্ত্রী আলবানিজি এবং আমি অস্ট্রেলিয়ায় মন্দির ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কার্যকলাপ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আবার এ বিষয়ে কথা বলেছি। আমরা এ ধরনের কোনো সংগঠনকে মেনে নেব না। যে জিনিসগুলি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আবার আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি ভবিষ্যতে এই ধরনের সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।”
যদিও নরেন্দ্র মোদি এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপের কথা বলছিলেন তা স্পষ্ট নয় কারণ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনির বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভারতবিরোধী স্লোগান লেখার ঘটনা ঘটেছে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে এই মাসে সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া কথিত খালিস্তান গণভোটের নিরাপত্তার কারণে পুলিশ অনুমতি দেয়নি। যদিও এই কর্মসূচিকে পুলিশ নিরাপত্তাজনিত কারণে অনুমতি দেয়নি বলে জানা যায়।

নরেন্দ্র মোদিকে স্বাগত

মঙ্গলবার সিডনিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে প্রিয় বন্ধু ও দ্য বস বলে সম্বোধন করেন অজি রাষ্ট্রপ্রধান। মার্কিন রক স্টারের সঙ্গে নমোর জনপ্রিয়তার তুলনাও টানেন তিনি। এখানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি। সিডনির অলিম্পিক পার্কের একটি স্টেডিয়ামে প্রায় 12,000 ভারতীয় বংশোদ্ভূত লোক তাকে শোনার জন্য জড়ো হয়েছিল। এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং বাণিজ্য ও পর্যটনমন্ত্রী সাইমন বার্মিংহাম উপস্থিত ছিলেন।