বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে উভয়কে দোষারোপ করলেন মহম্মদ সেলিম

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে উভয়কে দোষারোপ করলেন মহম্মদ সেলিম। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজ্যের শিক্ষার কফিনে পেরেক ঠুকছেন। এমনভাবেই তীব্র কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে দলীয় কর্মসূচিতে যোগ দেন মহম্মদ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নিয়োগ দূর্নীতি, একের পর এক বোমা উদ্ধার হওয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শুরু হয়েছে রাজভবন বনাম নবান্নের মধ্যে চাপানউতোর। যার জেরে দশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর এই অচলাবস্থার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়কেই দায়ী করতে দেখা যায় মহম্মদ সেলিমকে।